বাংলার ভোর প্রতিবেদক

কোটা প্রথা সংস্কারের দাবিতে যশোরে বিক্ষোভ করছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার যশোর শহরের পালবাড়ি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে তারা বিক্ষোভ সহকারে শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে আবারও সমাবেশ করে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শুধুমাত্র প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাইরে অন্য সব কোটা বাতিলের পক্ষে তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও জানান, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও বৈষম্যমূলক কোটা সংস্কার করতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিক ভোগের সুযোগ এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।

আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন।
আন্দোলনে নেতৃত্ব দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কোটা বিরোধী আন্দোলনের আহবায়ক হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আকিব ইবনে শাহেদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কোটা বিরোধী আন্দোলনের নেতা আহাদ সৈকত, সাব্বির আহমেদ, ফারুক হোসেন, শাকিল আহমেদ, নয়ন, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, রাশেদ খান প্রমুখ।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version