চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষাকালে ট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহার ও গালিগালাজের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, জীবননগর উপজেলার উথলী গ্রামের রাজু হোসেন (২৫), রিয়ন মিয়া (২৬) ও দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের শাওন (২৭)।
গত শনিবার দুপুরে চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করার সময় পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রাজু ও শাওন। এ সময় তারা পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগালাজ করতে থাকে। কিছুক্ষণ বাকবিতন্ডার পরে পুলিশ তাদের ছেড়ে দেয়।
পরে পুলিশের সাথে দুর্ব্যবহার ও গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি চুয়াডাঙ্গায় টপ অব দ্যা নিউজে পরিণত হয়। পুলিশের কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে রোববার চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। এ প্রেক্ষিতে সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে জীবননগর উপজেলার উথলী গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের সোমবার ভোরে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
