যবিপ্রবি সংবাদদাতা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপি ‘বাংলা ব্লকেড’ এর সাথে সংহতি জানিয়ে সড়ক অবরোধ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে ৭ জুলাই থেকে ১৩ জুলাই সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা।

রোববার বিকেল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারী।

আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দেশের বেকারত্বের হার বেড়েই চলেছে, এর সাথে সরকারি চাকরিতে ৫০ শতাংশের বেশি কোটা শিক্ষার্থীদের ওপর অমানবিক অত্যাচারের মত। আমাদের দাবি কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করতে হবে এবং সকল বিষয় নিয়ে ১৫ শতাংশের অধিক কোটা রাখা যাবে না।

এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ‘কোটা না মেধা? মেধা মেধা’, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন সম্মিলিত কণ্ঠে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version