বাংলার ভোর ডেস্ক

গোপালগঞ্জে একটি মানহানি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান খালাস পেয়েছেন। মঙ্গলবার গোপালগঞ্জ মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা জানান। মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর তারেক রহমান আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর আদালতে একটি মানহানি মামলা করেন।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অন্যদেরকে মারধরের একটি মামলা থেকে একই আদালত খালাস দিয়েছে বলে জানান বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version