বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ায় একই পরিবারের তিনজনকে মারপিটের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের স্বপন দাস বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করেছেন। এই মামলায় পুলিশ অসীম দাসকে আটক করেছে।
অন্য আসামিরা হলেন দাসপাড়ার দুই ভাই রাম ও ভরত, একই এলাকার উত্তম, সম্রাট, দুত কুমার ওরফের মন্টু, রতন, বাপ্পি, প্রদীপ এবং বিবেক।

এজাহারে স্বপন দাস উল্লেখ করেছেন, গত ৮ জুন বেলা ১১টার দিকে তাদের গ্রামের অপু দাস রিকশা চালিয়ে চুড়ামনকাটি বাজার থেকে বাড়ি ফেরার সময় মানিকের চায়ের দোকানের সামনে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে মারপিট করে। এসময় রিকশা থেকে ৩২ হাজার টাকার চারটি ব্যাটারি খুলে নিয়ে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। এই ঘটনার প্রতিবাদ করেন তার ছেলে হিরা দাস। এই নিয়ে আসামিদের সাথে তার বিরোধ তৈরি হয়। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ছেলে মানিকের চায়ের দোকানের সামনে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সেখানে যায় এবং লোহার রড, বাঁশের লাঠি, দা, শাবল নিয়ে তাকে মারপিট করে। সে সময় তিনি ও তার স্ত্রী রাণি দাস ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করে।

এসআই তুহিন বাওয়ালী জানিয়েছেন, মামলার পর দাসপাড়ায় অভিয়ান চালিয়ে আসামিদের মধ্যে অসীমকে আটক করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version