ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাছান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নুরুল আমীন মুকুল, সহকারী শিক্ষক সামসুর আলম, শাহিনুজ্জামান শান্তি, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রনী খাতুন বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরকেই দায়িত্ব নিতে হবে।
