মণিরামপুর সংবাদদাতা
চুরিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে এবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধনের এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

শনিবার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা বাজার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বার রাতে এই বাজারের বড় ব্যবসায়ী আইয়ুব আলী গাজীর ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।

এ ঘটনায় টনক নড়ে সকল ব্যবসায়ীর।

পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে সমালোচনা করে মানববন্ধনে বক্তব্য রাখেন মনোহরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ কুমার সিংহ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version