চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে চৌগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তুহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল মালেক খান।

সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু জার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমিন, চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান আল-মামুন, সহকারী সাধারণ সম্পাদক মাষ্টার কামাল আহমেদ, সাংবাদিক রহিদুল ইসলাম খান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল মালেক খান বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব, একমাত্র ইসলামই পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে যেখানে পরিবর্তন এসেছে, সেখানে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ২৫ ও ২৬ সেশনের জন্য চৌগাছা উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতিদের নাম ঘোষণা করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version