নড়াইল প্রতিনিধি
নড়াইলে পোস্টার সাঁটানোতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজার প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও তিন প্রার্থীর প্রতিনিধিকে একই অভিযোগে জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুরে নড়াইল পৌর এলাকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এসব জরিমানা করেন। আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝোলানোর কথা থাকলেও প্রার্থীদের অনেক পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে। এ জন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিসহ অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।
অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামানের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানের প্রতিনিধিকে ৩ হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের (আইওজে) প্রার্থী মাহবুবুর রহমানের প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নড়াইলে এবারের নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি দিল নির্বাচন কমিশন।
নির্বাচনে মাশরাফির প্রতিদ্বন্দ্বী আছেন পাঁচজন। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে দশম সংসদ নির্বাচনে (২০১৪ সালে) নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘৭ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। আমাকে ভোট না দিলেও আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। তবে আপনারা আমাকে নির্বাচিত করলে আমার কাজের স্পৃহা দ্বিগুণ বেড়ে যাবে।’

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version