আশাশুনি সংবাদদাতা
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন, শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে কালো ব্যাজ ধারন ও দোয়া অনুষ্ঠান করেছে উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে, কর্মবিরতির কারণে উপজেলার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ থাকায় বহু মা ও শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলক চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য সহকারী সাইফুল্লাহ হাসানসহ উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগন অংশ নেন।
