ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। সোমবার ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাই স্কুলের হলরুমে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন যশোরের উপ-পরিচালক আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক কৃষ্ণ পদ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম, সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদস্য শুভাস ভক্ত বাবুল, থানার এসআই আলিমুজ্জামানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ফিতা কেটে বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version