বাংলার ভোর প্রতিবেদক

ট্রাকে মালামাল ওঠানামা ও লেবারদের টাকা নিয়ে গোলযোগের জেরে আরাফাত হোসেন (২৫) নামে এক ড্রাইভার ছুরিকাঘাতের শিকার হয়েছেন। রোববার বিকেলে সদরের রাজারহাট মোড়ে এই ঘটনা ঘটে।
আহত ট্রাক ড্রাইভার আরাফাত মুড়লী কবরস্থান পাড়া এলাকার আলি হোসেনের ছেলে।

হাসপাতলে আহত আরাফাত জানান, এক সপ্তাহ আগে পঞ্চগড় জেলায় ট্রাকে মালামাল ওঠানোর সময় টাকা নিয়ে সানি, সুমন ও হ্যাপির সাথে গোলযোগ হয়। সেই ঝামেলাকে কেন্দ্র করে রোববার বিকালে হ্যাপি, সানি ও সুমনের সাথে রাজারহাট মোড়ে দেখা হলে কথা কাটাকাটির একপর্যায়ে হ্যাপি, সানি ও সুমন মিলে চাকু মারে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানান, আহত আরাফাতের বাম উরু ও, পিঠের বাম সাইডে চাকু দ্বারা আঘাত করা হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version