নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল গাজী (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত রাসেল বেসরকারি একটি কোম্পানির ডেলিভারি ম্যান হিসাবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার খর্নিয়া এলকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার রাত ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলের গতিরোধ করে রাসেলকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন রাসেল গাজীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে কথা বললে ডুমুরিয়া থানা পুলিশের ওসি এমএ হক বলেন লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Exit mobile version