বাংলার ভোর প্রতিবেদক

যশোরের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের জনপ্রিয় শিক্ষক প্রফেসর ড. ফারুক হোসাইনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এ দিনে মাত্র ৪৮ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে তিনি ইন্তেকাল করেন।
ফারুক হোসাইন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

যশোর ক্যান্টনমেন্ট কলেজে কিছুদিন শিক্ষকতার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে যোগদান করেন। পর্যায়ক্রমে প্রফেসর পদে উন্নীত হন। ফারুক হোসেন ছিলেন, শিক্ষার্থীবান্ধব তুমুল জনপ্রিয় শিক্ষক। অসংখ্য ছাত্র- ছাত্রীর রোল মডেল ছিলেন তিনি। তার পাঠদান পদ্ধতি ও মোটিভেশনাল বক্তব্য সবাইকে আলোড়িত ও জীবন গঠনে সাহায্য করত। কর্মজীবনে তার বেশ কয়েকটি মৌলিক লেখা দেশে বিদেশের জার্নালে প্রকাশিত হয়েছে।

মরহুমের বড় ভাই দৈনিক নয়াদিগন্তের সাবেক চীফ রিপোর্টার ও ঢাকা মেইলের হেড অব নিউজ বিশিষ্ট শিক্ষাবিদ সিনিয়ার সাংবাদিক হারুন জামিল জানান, ড.ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার নিজগ্রাম দোগাছিয়া আহসান নগর মাদরাসা অডিটরিয়ামে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া খতমে কুরআন ও মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version