মণিরামপুর সংবাদদাতা
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার সকালে মণিরামপুর উপজেলার চাঁদপুর মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম।

সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল-উর রহমান, সহকারী তথ্য অফিসার রমজান আলী, চাঁদপুর মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন, মাঝিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন, মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. শামসুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবপাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের কুফল, গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে বক্তব্য রাখেন। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version