বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়ে শিশুসহ একই পরিবারের চারজনকে পুড়িয়ে দেয়ার ঘটনায় দগ্ধ ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে সেখানে তার দগ্ধ স্ত্রী মুক্তা বেগম (৩২) ও ছেলে মেহেমিদ খাঁন (৩) চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি।

গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামের বাসিন্দা শাহেদুর রহমান শিপলু জানান, রাত ১২টার দিকে তালিমুল মারা যায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। এর আগে গত বুধবার (১৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এতে অগ্নিদগ্ধ হন ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমিদ খাঁন (৩) এবং তালিমুলের ছোট ভাই ওবায়দুল খাঁন (৩৪)। দগ্ধ তালিমুলের ছোট ভাই ওবায়দুল জানান, বুধবার রাতে তার ভাই তালিমুল স্ত্রী সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে তাদের সেই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিল।

পরে ঘরের দরজা ভেঙে তালিমুল, তার স্ত্রী ও ছেলেকে বের করা হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন ভাই ওবায়দুল। তাদের প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ভোররাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। তিনি আরো জানান, ঘরের মধ্যে কোন রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। পুরো ঘরে আগুন উড়ছিল, সাথে বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, কাগমারি গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দগ্ধ তিনজনকে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে অগ্নিদগ্ধ ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন’র মৃত্যু হয়েছে। ওই ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version