বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শংকরপুরে আইসক্রীম খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে দুই শিশুর যৌন নিপীড়নের মামলায় শিক্ষা অফিসের সাবেক কর্মচারী হাবিবুর রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই লিটন চন্দ্র দাস তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন। হাবিবুর রহমান শংকর গোলপাতা বটতলা এলাকার বাসিন্দা। তদন্তে আরও উঠে এসেছে দুই শিশুকে আইসক্রীম খাওয়ানোর লোভ দেখিয়েছিলেন একই সাথে নগদ টাকাও দিতে চেয়েছিলেন হাবিবুর।
মামলা ও তদন্ত সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুপুরে ১১ বছর বয়সের দুই শিশু বটতলা টুটুলের দোকানের সামনে দাড়িয়ে ছিলো। এ সময় হাবিব ওই দুই শিশুকে আইসক্রীম ও নগদ একশো টাকা দেয়ার লোভ দেয়। বিনিময়ে পাশেই হাবিবের ঘরে যেতে বলে। ওই দুই শিশু প্রলোভনে পরে হাবিবের সাথে তার ঘরে যান। এরপর হাবীব তাদেরকে যৌন নিপীড়ন করতে থাকেন। একপর্যায় ওই দুই শিশু চিৎকার করলে হাবিব দরজা খুলে দেয়। পরে শিশুরা বাড়িতে যেয়ে তাদের পরিবারকে জানান। একপর্যায় বিষয়টি এলাকাজুড়ে জানাজানি হয়ে যায়। পরে এলাকার লোকজন হাবিবকে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হাবিববে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই এক শিশুর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন হাবিব। মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ হাবিবুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version