বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার বার্ষিক বনভোজন বুধবার জেস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হয়। সাংবাদিক রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, ব্যবসায়ী শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে বনভোজন মিলন মেলায় পরিণত হয়। বনভোজন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

সংগঠনের সভাপতি গোপীনাথ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএস তৌহিদুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, অধ্যাপক নার্গিস বেগম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলার ভোর পত্রিকার প্রকাশক সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক রুপান্তর পত্রিকার প্রকাশক সম্পাদক আলমগীর কবীর, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম, লোকসমাজ পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন রহমান, লোকসমাজের চিফ রিপোর্টার হাবিবুর রহমান রিপন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন।

অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি আইয়ুব হোসেন মনা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসফিকুর রহমান পরাগ, কোষাধ্যক্ষ শামসুজ্জামান স্বজন, দপ্তর সম্পাদক দাউদ হোসেন, নির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান মিটনসহ অন্যান্য সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রাফেল ড্রর পুরস্কার বিতরণ ও পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির ও সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু। শেষে যশোরের সেরা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version