বাংলার ভোর ডেস্ক
কাল বিকেল চারটায় বানভাসী মানুষের জন্য ‘কনসার্ট’-এর আয়োজন করেছে মৈত্রী ভলান্টিয়ার্স। যশোর টাউন হল মাঠে অনুষ্ঠেয় এই কনসার্টে বানভাসী মানুষের সহায়তার জন্য বিনা পারিশ্রমিকে সংগীত পরিবেশন করবে ঢাকার ডেমোক্রেজি ক্লাউন্স এবং যশোরের ব্যান্ড সমন্বয়। এ লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় মৈত্রী ভলান্টিয়ার্সের অস্থায়ী কার্যালয় সফরের ভোলা ট্যাংক রোডে এক প্রস্তুতি সভা সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বানভাসী মানুষের সহায়তায় অনুষ্ঠেয় কনসার্টে যশোরের সব শ্রেণি-পেশার মানুষের সবান্ধব উপস্থিতি কামনা করা হয়। একইসাথে বিনা টিকিটে এই কনসার্টে সাধ্যমত সহায়তার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। সভায় অর্থ সংগ্রহের জন্যে বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে। সভায় অন্যদের মধ্যে অধ্যাপক মফিজুর রহমান চুন্নু, অধ্যক্ষ শাহীন ইকবাল, তরিকুল ইসলাম তারু, প্রকৌশলী রুহুল আমিন, নারী নেত্রী সখিনা আক্তার দিপ্তী, সদস্য সচিব মামুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা আহাদ আলী মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version