মহেশপুর সংবাদদাতা
বিয়ের নাটক সাজিয়ে যশোর সরকারি মহিলা কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় হাসিবুল হাসান শান্তকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার বিকেলে যশোরের সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হাসিবুল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা হাসাদহ গ্রামের লাল মোহাম্মদের ছেলে। মামলার পর থেকে পলাতক ছিলেন তিনি।

জানা গেছে, দুই বছর আগে ওই কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হাসিবুল। সেই সম্পর্কের সূত্র ধরে ৮ মার্চ একজন মৌলভী ডেকে নীল রংয়ের কাগজে স্বাক্ষর করে বিয়ে করেন তারা।

বিয়ের পর থেকে স্বামীর দাবিতে ওই কলেজ ছাত্রীর সাথে একাধিকবার শারীরিক মেলামেশা করেন হাসিবুল। একপর্যায়ে ওই কলেজ ছাত্রী স্ত্রীর মর্যাদায় বাড়িতে তুলে নেয়ার কথা বললে হাসিবুল বিয়ের কথা অস্বীকার করে পালিয়ে যান এবং সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

এরপর খোজখবর নিয়ে ওই কলেজ ছাত্রী জানতে পারেন বিয়ের নাটক সাজিয়ে এতদিন হাসিবুল তার সাথে শারীরিক মেলামেশা করেছেন। গত ১৪ জুলাই ওই ছাত্রী বাদী হয়ে মহেশপুর থানায় হাসিবুল হাসান শান্তকে আসামি করে ধর্ষণ মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, ধর্ষণ মামলার পলাতক আসামি হাসিবুল হাসান শান্তকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version