বাংলার ভোর প্রতিবেদক

ভারত-বাংলাদশ পোর্ট  টু পোর্ট ওয়ার্কসপ ও উচ পর্যায়র, বিশ্ব ব্যাংক, এডিবি বন্দর, কাস্টমস বিজিবি ও পুলিশের সমন্বয় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেনাপাল কাস্টমস হাউসে।

সোমবার সকালে কাস্টমস হাউস অডিটরিয়াম অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার আব্দুল হাকিম।

বৈঠকে উভয় দেশের বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজিকরণ, বন্দরের সমস্যা, সম্ভাবনা, বন্দর আধুনিকায়ন, দ্রুত পাসপার্ট যাত্রী যাতায়াত ও সমাধানের বিষয় আলাচনা হয়। এডিবি ও বিশ্ব ব্যাংকর সহযাগীতায় বেনাপোল বন্দরকে ডিজিটালাইজেশন করা হচ্ছে। বৈঠকে দু’ দেশের মাট ৫৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বাংলাদশের পক্ষ বক্তব্য রাখন, বাংলাদশ স্থল বন্দরে কর্তৃৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর দফতরের সিনিয়র এ্যাসিসট্যান্ট সেক্রেটারি দিনেশ সরকার, স্থল বন্দরের প্রজেক্ট ডাইরেক্টর সরোয়ার আলম, এডিশনাল ডিআইজি আশিকুল হক ভূঁইয়া, বিজিবির ডাইরেক্টর অপারশন লে. কর্নেল আনোয়ারুল আজাহার, ডাইরেক্টর, মিনিস্ট্রি অব ফরেন এফেয়ার্স বিদাষ চদ্র বর্মন ও বেনাপোল বন্দরের ডাইরেক্টর রেজাউল করিম।

ভারতর পক্ষে বক্তব্য রাখন, ইন্ডিয়ান ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান অদিত্য মিশ্র, ল্যান্ডপার্ট অথরিটির সচিব ভিভক ভার্মা, কাস্টমস কমিশনার ভিমল কুমার, কাস্টমস কমিশনার (প্রিভেনটিভ), রঞ্জন খানা, বিএসএফ’র সাউথ বাংলা আইজি আউস মানি তিউয়ারি, আইজি পুলিশ (ওয়েস্টবেঙ্গল) সুকেশ জাইন, ওয়ার্লড ব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেসালিস্ট, ইরিক নারা ও এডিবির সিনিয়র ট্রান্সপোর্ট স্পেসালিস্ট হুমায়ুন কবীর।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version