বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটের আঘাতে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ গুলি বর্ষণ করেন।

রাবার বুলেটে আহত বাবু মিয়া ও ডালিম হোসেন বেনাপোলের দৌলতপুর গ্রামের বাসিন্দা। তারা মাদক কারবারির সাথে জড়িত বলে জানিয়েছে বিজিবি।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশ আসছিল দৌলতপুর সীমান্তে। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর রাবার বুলেট বর্ষণ করে।

সীমান্তে টহলরত থাকা বিজিবি সদস্যরা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version