মাগুরা সংবাদদাতা:
“ভালো কাজের নাগরিক অনুশীলন স্বীকৃতি দিবে মাগুরা জেলা প্রশাসন” এই স্লোগানকে সামনে রেখে বর্তমান জেলা প্রশাসক আবু নাসের বেগের যোগদানের পর থেকেই আনুষ্ঠানিকভাবে ভালো কাজের স্বীকৃতি প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সংসদ সদস্য সাকিব আল হাসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ সময় মাগুরার কৃতি সন্তান যারা বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বীকৃতি পেয়েছেন তাদের ২৩ জনের মধ্য থেকে উপস্থিত ১৬ জনকে সম্বর্ধনা দেয়া হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version