ভোমরা সংবাদদাতা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আইসিপি গেট ভেঙে মদ্যপ অবস্থায় পিকআপ ভ্যান চালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত দুইটার দিকে ভোমরাস্থল বন্দর সীমান্ত থেকে পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফ মধ্যে পতাকা বৈঠক করা হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনায় বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবিন কুমার দুঃখ প্রকাশ করেছেন।

আটক ভারতীয় নাগরিকেরা হলেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গ নগর গ্রামের প্রকাশ সরকার ও দিলু সরকার।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার দিন রাতে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় মদ্যপ অবস্থায় পিকআপ ভ্যান চালিয়ে আটক দুই ভারতীয় নাগরিক বিএসএফ ও বিজিবির আইসিপির গেট, ক্রসিং গেট, তিনটি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট ভেঙে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। পরে ভারতীয় পিকআপ ভ্যানের চালক ও তার সহকারীকে আটক করে সদর দপ্তরে নিয়ে আসা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version