মহেশপুর সংবাদদাতা
মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা ও ১২ বাংলাদেশী নারীসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ৩ জন রোহিঙ্গা নারী, ১২ বাংলাদেশী নারী ও দুইজন পুরুষ। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নাটোর, নারায়ণগঞ্জ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে।

শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির পরিচালক আজিজুর শহীদ।

তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটিলা সীমান্তে একটি মাইক্রোবাসের গতি রোধ করে তল্লাশী চালানো হয়। এসময় ওই মাইক্রোবাসের ভিতর থেকে ৩ রোহিঙ্গা নারী, ১২ বাংলাদেশী নারী, একজন পুরুষ ও মাইক্রোবাস চালককে আটক করা হয়।

দালালের মাধ্যমে আটকরা অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

Share.
Exit mobile version