মাগুরা সংবাদদাতা
মাগুরার শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কীটনাশক উদ্ধা করেছেজাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার কর্মকর্তারা।
জানা গেছে, শ্রীপুর উপজেলার মাটিকাটা বাসস্ট্যান্ড এলাকার আলী আজগার খানের মেসার্স খান ট্রেডার্সে প্রায় ৭-৮টন সেনজেনটা কোম্পানির নকল ও ভেজাল কীটনাশক, বালাইনাশক (থিয়োভিট, গ্রোজিন, সিবিক্রন) পণ্য মজুদ রাখার খবর পায় সেনজেনটা কোম্পানি ।
এ অবস্তায় কোম্পানির একটি টিম ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ এবং পুলিশ সদস্যসহ মঙ্গলবার বিকেলে মেসার্স খান ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানে বিপুল পরিমান নকল ও ভেজাল সেনজেনটা কোম্পানির কিটনাশাক পাওয়া যায়। তবে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ দেখে দোকান মালিক পালিয়ে যায়। পরে দোকান মালিক আলী আজগার খানের বাড়িতে অভিযান চালালে সেখানে প্রায় ৭ থেকে ৮ টন ভেজাল ও নকল কীটনাশক তৈরি সরঞ্জাম পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা। প্রাথমিকভাবে মেসার্স খান ট্রেডার্স বন্ধ করে দেওয়া হয় এবং নকল কীটনাশক ও কীটনাশক তৈরির সরঞ্জাম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
##
শিরোনাম:
- ওয়ার্ড কাউন্সিলর বাবুলের কোটি টাকার দালালি, আধিপত্য আর রক্তের খেলা
- মণিরামপুরে শুভসংঘর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
- নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
- যশোরে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- হিমালয় পাহাড়ের মতো জেগে আছে শহীদ ওসমান হাদি : বেনজীন খান
- জীবননগরে কিণ্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- মণিরামপুরে কৃষকের বাড়িতে ডাকাতি, দুজন আহত
- হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে ‘মুক্তি মঞ্চের’ বিক্ষোভ

