মাগুরা সংবাদদাতা:
মাগুরায় জেলা প্রশাসন কর্তৃক জেলার ৪ উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখার সকল (৯৯ টি) কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা উপকরণ বিতরণ, মা ও শিশু কর্নার স্থাপন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ২ টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তন মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোবাশ্বের হোসাইন, সিভিল সার্জন শামীম কবীর, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির।
বক্তব্য রাখেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, ছোনপুর কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি কানিজ ফারজানা রিপা, চিলগাড়ি কমিউনিটি ক্লিনিক শ্রীপুর সিএইচসিপি রুবেল বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল। উপস্থাপনায় ছিলেন, নাবিলা ইয়াসমিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাগুরা জেলা প্রশাসনের কার্যালয় ও সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের একটি। কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের স্বাস্থ্যসেবার সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা দেশে-বিদেশে নন্দিত। শেষে প্রধান অতিথি জেলার সকল কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা উপকরণ ওয়েট মেশিন, স্ফিগমোম্যানোমিটার (ব্লাড প্রেশার মাপার যন্ত্র), গ্লুকোমিটার, থার্মোমিটার, পরিদর্শন রেজিস্টার, সাধারণ রোগী দেখার রেজিস্টার বিতরণ করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version