বাংলার ভোর প্রতিবেদক
ভারতে মহানবীকে নিয়ে কটূক্তি এবং ফিলিস্তিন ও লেবাননে পশ্চিমারা মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে প্রেসক্লাব যশোরের সামনে যশোরের সর্বস্তরের সাধারণ মুসলমানদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুড়লি নাহুসরফের মাদ্রাসার মুহতামিম মুফতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাসুম বিল্লাহ, আবু সাঈদ, শাহাবুদ্দিন, আরিফ হোসেন, যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থী বিল্লাল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিকাইল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, বিশ্বমানবতার মুক্তির দূত মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটুবাক্য শুনতে পৃথিবীর কোনো মুসলমান প্রস্তুত নয়।

এ ছাড়াও গতবছর ৭ই অক্টোবর শুরু হওয়া ফিলিস্তিনে পশ্চিমা এবং ইহুদী আগ্রাসনের আজ এক বছর পূর্ণ হয়েছে। এর মধ্যে তারা অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে গাজায়। ধ্বংস করেছে বিল্ডিং, স্থাপনা, মসজিদ।

বোমা হামলা চালিয়ে হত্যা করেছে হাজার হাজার মুসলমান। ক্ষুধায় কষ্টে গাজার মুসলমানরা মানবেতর জীবন কাটাচ্ছে। সেখানে ৪৫ হাজার মানুষকে বিনা অপরাধে মেরে ফেলা হয়েছে। অবিলম্বে এসব হামলা বন্ধ করার আহ্বান জানান বক্তারা।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version