বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ সুলতান আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেল সাড়ে তিনটায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল বেলা ১১ টায় যশোর ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সুলতান আহমদকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বিকেলে অধ্যক্ষ সুলতান আহমেদের মরদেহ শহরের সার্কিট হাউস পাড়ার বাসভবনে আনা হলে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছুটে যান। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অধ্যক্ষ সুলতান আহমদ যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি ডা. আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন পরে যশোর কালেক্টরেট স্কুলের দায়িত্বভার গ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা জাসদের সভাপতি অ্যাড. রবিউল আলম, সাধারণ সম্পাদক অশোক রায়, দৈনিক বাংলার ভোর-এর উপদেষ্টা সম্পাদক হারুণ অর রশীদ, সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্টার আবুল কালাম আজাদ লিটু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাওছার আহমদ প্রমুখ। বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version