শার্শা, বাগআঁচড়া ও বেনাপোল সংবাদদাতা
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে সারসা উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।
সম্মেলন উদ্বোধন করেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিএনপির জাতীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত।
শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান জহির, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুজ্জামান লিটন, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান,
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে।দীর্ঘ আন্দোলন, সংগ্রাম আর জেল-জুলুম সহ্য করে এখন দল পুনর্গঠনের সময়। শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
সম্মেলন শেষে শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু সহ ১১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির নাম ঘোষনা করা হয়।
শিরোনাম:
- মুসাব্বির হত্যার প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- দৈনিক নতুন সকালের বার্তার প্রকাশনা উদ্বোধন
- সন্তানদের মধ্যে স্বপ্ন বুনে দিতে অভিভাবকদের আহবান জানালেন নার্গিস বেগম
- রোববার থেকে বেসরকারি খাতে চলবে বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেন
- সংখ্যালঘুদের বাংলাদেশী ভাবার আহ্বান অমিতের
- সংসদ নির্বাচন উপলক্ষে যশোরে জাতীয় মহিলা পার্টির মতবিনিময়
- যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
- যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত

