বাংলার ভোর প্রতিবেদক

যশোরে এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে আহমেদ হাসান নামে এক মাদ্রাসার অধ্যক্ষের সাত বছরের সাজা বহাল রেখেছেন জজ আদালত। আহমেদ হাসান যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার কওমি মাদ্রাসা ‘মাদ্রাসাতুল হাসান’ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং হেফাজতে ইসলাম যশোর জেলা কমিটির সভাপতি আনোয়ারুল করিমের ছেলে।

রোববার ম্যাজিস্ট্রেট আদালতের দেয়া রায় বাতিলের আপিল শুনানি শেষে বিচারক জুয়েল অধিকারী রায় বহালের আদেশ দেন।
২০১৩ সালের ৯ অক্টোবর রাতে শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে অশ্লীল ভিডিও দেখিয়ে ওই অধ্যক্ষ শিশুটির উপর নানাভাবে যৌন নির্যাতন চালান।

পরের দিন ওই শিশু শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি পালিয়ে যেয়ে বিষয়টি পরিবারকে জানায়। তার পরিবার এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর যশোরের তৎকালীন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন অধ্যক্ষ আহমেদ হাসানের সাতবছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

পরবর্তিতে ২০২০ সালের ১২ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে যশোর জজ আদালতে আপিল করা হয়। গত রোববার আপিল শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রায় বহালের আদেশ দেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version