বাংলার ভোর প্রতিবেদক

যশোরে দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাদশা ফয়সাল ইসলামি ইনস্টিটিউট মিলনায়তনে খন্দকার রাশিদুল ইসলাম রতনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের মজলিশে শূরা সদস্য ও যশোর শহর সাংগঠনিক জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসূল।

এ সময় বক্তব্য রাখেন যশোর সাংগঠনিক জেলা নায়েবে আমীর বেলাল হুসাইন, যশোর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দস, অধ্যাপক আবুল হাসেম রেজা, গাউসুল আজম, রেজাউল করিম, জাকির হোসেন, ইকবাল হোসেন খান, এডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন

প্রধান অথিতি অধ্যাপক গোলাম রসুল বলেন, সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে। বর্তমান সমগ্র পৃথিবী জুড়ে অশান্তির মূলকারণ সততা ও পরকালের জবাবদিহিতার অভাব। প্রধান অতিথি আরো বলেন, সেনাপ্রধান ঝুঁকি নিয়ে দেশের হাল ধরেছিলেন বলে বাংলাদেশ দীর্ঘদিনের স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে। দেশের ক্রান্তিকালে তিনি সেনাবাহিনীর বলিষ্ঠ ভূমিকার জন্য সাধুবাদ জানান।

এ সময় বক্তারা বলেন দেশের সকল বিরোধী মতের মানুষ দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেও শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। তরুণ ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ বিজয়ের যে ঐতিহাসিক সূচনা করেছেন তাদেরকে অবশ্যই মুল্যায়ন করতে হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version