বাংলার ভোর প্রতিবেদক
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ স্লোগানে যশোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মহড়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এই মহড়া করা হয়। মহড়ায় সহযোগিতা করে যশোরের ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স।

দিবসের উদ্বোধন ঘোষণা করেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের, যশোর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ, জেলার নাজির মহিবুল হাসান, কালেক্টরেট মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক নেছার আহমেদ মুন্না প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version