বাংলার ভোর প্রতিবেদক

ইয়াবা উদ্ধারের আলাদা মামলায় দুই মাদক কারবারিকে পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস পৃথক রায়ে এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার নুর ইসলাম ও বেনাপোলের উত্তর বারোপোতা গ্রামের শাহাজামাল।

জানা গেছে, ২০১৭ সালের ২৬ জানুয়ারি চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রেলগেট কালু কসাইয়ের দোকানের সামনে থেকে নুর ইসলামকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আমির হোসেন কোতোয়ালি থানায় মামলা করেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

অপরদিকে, ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানার পুলিশ ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে শাহাজামালকে আটক করে। আটক শাহাজামালের দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মতিউর রহমান মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। দুই আসামিই পলাতক রয়েছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version