বাংলার ভোর প্রতিবেদক
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে যশোর সাংস্কৃতিক সংসদ  শুক্রবার বিকেল ৫ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভাষা দিবসের সাহিত্যপত্র ‘মাতৃভাষা’ মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, আলোচনা সভা ও একুশের গানের অনুষ্ঠানের আয়োজন করে।

যশোর সাংস্কৃতিক সংসদ সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মোড়ক উন্মোচন করেন বাঘারপাড়া ধলগ্রামের বীর প্রতীক ইসহাক কলেজ অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, কবি অ্যাড জিএম মুছা ও যশোর সংস্কৃতিকেন্দ্রর সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা। ভাষার উপর কবিতা পাঠ ও আলোচনা করেন কবি রেজাউল করিম রোমেল, কবি সানজিদ মাহমুদ সুমন, কবি সেলিম উদ্দিন, কবি কবির উদ্দিন, কবি আতিকুল ইসলাম, কবি বিএম মমিনুর রহমান, কবি শামীমুল হক, শিল্পী রাশেদুল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি অ্যাড উবায়ের হোসেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version