বাংলার ভোর প্রতিবেদক
উপসচিব পদে কোটার অবসানসহ চার দফা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি চেষ্টার প্রতিবাদ, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিলসহ আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, যশোর ইউনিট’ এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ ২৫টি ক্যাডারের শতাধিক কর্মকর্তা অংশ নেন।

বক্তারা বলেন, উপসচিব পদে পদোন্নতিতে ৫০ শতাংশ প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি ৫০ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে নেয়ার কথা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, নিজ নিজ পেশাভিত্তিক মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিতে হবে, উপসচিব পদে নিয়োগ হবে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে, আন্তক্যাডার বৈষম্য নিরসন করতে হবে, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারে আলাদা নিয়োগ পরীক্ষার প্রস্তাব বাতিল করতে হবে।

বক্তারা আরও বলেন, নতুন বাংলাদেশ হতে হবে বৈষম্যমুক্ত। বৈষম্য থেকে মুক্তির দাবিতে তাদের সন্তানেরা, ভাইয়েরা প্রাণ দিয়েছেন। কিন্তু প্রশাসন ক্যাডার এখনও সবার মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছে। সব ক্যাডারদের নিয়ন্ত্রণ তাদের হাতে। এটা হতে পারে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোশারফ হোসেন, কৃষিবিদ বখতিয়ার হোসেন, যশোর সিটি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল হাসান সুজন, এমএম কলেজের এনাম হোসেন, নিতিশ চন্দ্র কর্মকার, ইমরুল হোসেন, এস এম আইয়ুব হোসেন প্রমুখ।

Share.
Exit mobile version