ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে মহিলা জামায়াত, যুব জামায়াত ও শিবির কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল হয়েছে।

জনৈক জামায়াত নেতারা জানান, শনিবার দুপুরে গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহিলাদের বাধা প্রদান করে। খবর পেয়ে যুব জামায়াত ও শিবিরের ৮-১০ জন নেতা কর্মী ঘটনাস্থলে পৌঁছালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরে বিএনপির কর্মীরা এসএস পাইপ, বাঁশ, দিয়ে তাদের উপর হামলা করে। এতে ঝিকরগাছা ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের কামাল ফারুকির ছেলে মুস্তাকিম হাসান, যুব জামায়াতের জহিরুল, শিবির কর্মী মুস্তাকিম, বায়জিদ আহত হন এবং তাদের মোটরসাইকেল ভাংচুর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বিকেল ৫ টার দিকে ঝিকরগাছা উপজেলা মহিলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অন্যদিকে ঝিকরগাছা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা কর্মীদের উপর জঙ্গি স্টাইলে জামায়াতের নেতা কর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন। এবং তিনি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Share.
Exit mobile version