বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জামায়াত ইসলামীর পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়  পেশাজীবী থানার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, বায়তুলমাল সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে শহরের আরবপুর মোড়ের একটি কমিনিটি সেন্টারের মিলনায়তনে পেশাজীবী থানার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, সংগঠনের দায়িত্বশীলদের আগামী নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। যশোরে ছয়টি আসনে যোগ্য প্রার্থী রয়েছে। তারা যেমন সৎ এবং দেশপ্রেমিক তেমনি দক্ষ। দেশের মানুষ মুখিয়ে আছে আগামী নির্বাচনে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। অন্তর্বর্তিকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। জামায়াতে ইসলামী ৩০০ আসনে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।

থানা আমীর ইঞ্জিনিয়ার রশীদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি জিএম আবু ফয়সাল, অফিস সেক্রেটারি গাউসুল আযম, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন, রেজাউল করিম, শামসুল ইসলামসহ নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version