বাংলার ভোর প্রতিবেদক
দাবি না মেনে উল্টো আন্দোলনের বিভিন্ন জেলায় সমন্বয়কদের বাধ্যতামূলক অবসর ও পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও এজিএম পদে ১৩ জনকে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

গ্রাহক সেবা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রেখে বৃহস্পতিবার বেলা ১১ টায় দিকে যশোর শহরতলী তপসিডাঙ্গাস্থ সদর দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের দেশে আওয়ামী লীগ সরকার যে নৈরাজ্য সৃষ্টি করেছিলেন বিআরইবি কর্মরত হাসিনার যে সকল ফ্যাসিস্ট কর্মকর্তা রয়েছে তারা আমাদের এই স্বাধীন দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তাই আমরা বলতে চাই বিআরইবি দালালেরা হুঁশিয়ার সাবধান এবং পল্লী বিদ্যুতের সঙ্গে যারা অবৈধ কাজে জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বক্তরা আরো বলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদেরকে বিআরইবি এর মতো সার্ভিস কোডে অন্তর্ভুক্ত করতে ও তাদের ১৩ জনকে বাধ্যতামূলক অবসর বাতিল ও বিভিন্ন জায়গায় হামলা ও মামলার শিকার হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

এছাড়া বক্তারা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের দাবি সমূহের সমাধান না করলে ও বিআরইবি কর্তৃক কর্মকর্তাদের ওপর বিভাগীয় শাস্তি ও মামলা বন্ধ না করলে,পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা বৃহত্তর আন্দোলন সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বিআরইবি ঘেরাও, ঢাকা লংমার্চ করবেন বলে মন্তব্য করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ জুনিয়র প্রকৌশলী শাহানুর রহমান, ফাইজুল ইসলাম, এজিএম (এম এস) এনামুল হক, লাইনম্যান রাকিবুল ইসলাম প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version