বাংলার ভোর প্রতিবেদক
যশোর হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এডিডি ইন্টারন্যাশনাল যশোর অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। যশোরের মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং যশোর প্রতিবন্ধী কল্যাণ সমিতি এই স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ মানসিক স্বাস্থ্য চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাইক্রিয়াটিস্ট এবং সাইকোলজিস্টসহ পৃথক মানসিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপনের দাবি জানান। একই সাথে বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা রাখারও দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা এনজিও সমন্বয়কারী ও এডাব যশোরের সহসভাপতি শাহাজাহান নান্নু, এডিডি ইন্টারন্যাশনাল যশোর অফিসের ফিল্ড অফিসার পারুল আক্তার, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুর রহিম, যশোর প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।

স্মারকলিপি গ্রহণ করে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Share.
Exit mobile version