শ্যামনগর সংবাদদাতা
ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডম্বুর ও গজলডোরা বাঁধ খুলে আকস্মিক বন্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় বাসস্ট্যাণ্ড চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সামিউল আযম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমান।
আরো বক্তব্য রাখেন উপজেলা রিপোর্ট ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম, রুণ্ডল আমিন, জাহিদ হাসান, সাধারণ ছাত্র রিফাত বিন আজাহার, জান্নাতুল নাঈম, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, ভারত যদি তাদের আগ্রাসী নীতি থেকে সরে না আসে ভারতীয় পণ্য বয়কটসহ তাদের সেভেন সিস্টার্সকে শান্তিতে থাকতে না দেয়ার ণ্ডঁশিয়ারি দেন।
##

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version