বাংলার ভোর প্রতিবেদক
শহরের রেলস্টেশন এলাকার আনোয়ারা খাতুন (৬২) সকালে মুজিব সড়কে জয়তী সোসাইটির অফিসে এসেছেন। শীতে জবুথবু অবস্থা তার।

নিঃসন্তান আনোয়ারা খাতুন জয়তী সোসাইটির ৬০ উর্ধ্ব নারীসেবা বাস্তবায়ন কর্মসূচি অওতাভুক্ত একজন বয়স্ক মা। বেশ কয়েক বছর ধরে এই সংগঠনটি থেকে খাদ্য পোশাক ওষুধ পেয়ে থাকেন তিনি। সকালে চাল ও শীতবস্ত্র নিতে এসেছেন তিনি। শুধু আনোয়ারা খাতুন নয় তার মত শতাধিক বয়স্ক মায়েরা এসেছেন সন্তানদের থেকে উপহার নিতে।

বৃহস্পতিবার সকালে জয়তী সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত সাটোর্ধ্ব মায়েদের মাঝে শীতবস্ত্র ও চাল বিতরণ অনুষ্ঠানে এমন চিত্র দেখা যায়। দীর্ঘ ১৭ বছর ধরে ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটি এই কার্যক্রম চালিয়ে আসছেন। অবশ্য এর আগে ৫০ বছর বয়স্ক মায়েরা এই সেবা কর্মসূচির আওতাভুক্ত ছিলেন। ২০০৮ সালে শুরু হওয়া এই উদ্যোগটি সুখে-দুঃখে নারীদের পাশে থেকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। জয়তী সোসাইটি এই কর্মসূচির প্রধান ভিত্তি হিসেবে দীর্ঘ সময় ধরে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য কাজ করে আসছে।

শীতবস্ত্র ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। বিশেষ অতিথি ছিলেন, জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, এডাবের সহ সভাপতি শাহাজান নান্নু, ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটি সদস্য রাফফাত আরা জলি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জয়তী সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অর্চনা বিশ্বাস। সভাপতিত্ব করেন ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটি সভাপতি নুরুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, এই কর্মসূচি পরিচালনার মাধ্যমে নারীসেবাকে আরও বিস্তৃত করা হচ্ছে। দাতা সদস্য, সরকারি-বেসরকারি প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতায় এ পর্যন্ত অনেক সফল কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জয়তী সোসাইটিকে সাধুবাদ জানান তারা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version