বাংলার ভোর প্রতিবেদক
সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে যশোর রেল বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ ও লাঠি মিছিল করেছে। বুধবার বিকেলে রেল বাজারে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও আশেপাশের কয়েকজন সন্ত্রাসী রেল বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। কিছু বলতে গেলে তারা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।

প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া বাজার এলাকায় গভীর রাতে ছিনতাই করে থাকে। রেলের যাত্রীদের কাছ থেকে তারা টাকা, মোবাইল ফোনসেট, সোনার গহনাসহ মূল্যবান সম্পদ কেড়ে নেয়। এদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে রেল বাজারের ব্যবসায়ীরা। সভায় বলা হয় রেলবাজার এলাকার সোহেল, হাসিব, বিদ্যুৎ, কোরবান আলী, ছোট ফয়সাল, বড় ফয়সাল, ট্যাটু সুমনসহ বেশ কয়েকজন সন্ত্রাসী এই কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তারা রেল বাজার এলাকায় নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শান্তি শঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অভিযোগ করলেও তার আমলে নিচ্ছে না।
সভায় জানানো হয়, এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে এর আগেও পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি।

ফলে দিনদিন তাদের অত্যাচার, নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। এখন আর কোন অভিযোগ দেবে না ব্যবসায়ীরা। এখন থেকে রেল বাজারের ব্যবসায়ীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করবে।

সভায় সভাপতিত্ব করেন রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন। বক্তব্য রাখেন, মহিদুল ইসলাম, সহসভাপতি আমির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জাকির হোসেন প্রমুখ। সভা শেষে একটি লাঠি মিছিল বাজারের আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version