সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মুনসুর রহমানকে গত ২৫ ও ২৬ ডিসেম্বর হোয়াটস্ অ্যাপ গ্রুপ প্লাটিনাম জুবিলি…আইডি থেকে মারপিটের হুমকি ও অশালীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ। পাশাপাশি প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের নিবন্ধন ফি অতিরিক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
সোমবার রাতে এক বিৃবতিতে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এসএম মহিদার রহমান, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি শেখ আব্দুল আলিম, সহ-সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক এএসএম শাহনেওয়াজ মাহমুদ রনি, প্রচার সম্পাদক মো. আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক আবীর হোসেন লিয়ন, সাংস্কৃতিক সম্পাদক আবু হুরাইরা, আইন সম্পাদক অ্যাড. এবিএম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, কার্যকরী সদস্য ঈদুজ্জামান ইদ্রিস, কেএম আনিছুর রহমান, নূর মোহাম্মাদ পাড়, মোরশেদুল হক, আব্দুস সালাম পান্না, আমিরুল ইসলাম প্রমুখ সাতক্ষীরা সরকারি কলেজ প্লাটিনাম জুবলি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সকল শ্রেণি-পেশার প্রাক্তন ও চলমান শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে অনতিবিলম্বে নিবন্ধন ফি সহনশীল করার আহবান জানান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version