সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে মানব পাচারের অভিযোগে দুই জনসহ পাঁচজন আটক হয়েছেন। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পদ্মশাখরা ও হিজলদি সীমান্ত থেকে শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।

পদ্মশাখরা থেকে আটকরা হলন-সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের দালাল জসিম উদ্দিন (৩৮), লক্ষ্মীদাড়ি গ্রামের বিলাল হোসেন (২৩), শামছুজ্জামান (৩৯)। তাদেরকে শুক্রবার ভোর ৩টার দিকে পদ্মশাখরা সীমান্ত থেকে আটক করা হয়।

অপরদিকে ভোর ৪টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত দিয়ে  অবৈধভাবে পারাপারের সময় বিজিবি সদস্যরা দুই জন বাংলাদেশি নাগরিককে আটক করেন।

আটকরা হলেন, শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের শামসুল মোল্যার মেয়ে মৌসুমী (৩৪) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রবানা গ্রামের মো. মামুন (৩৩)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, পদ্মশাখরা বিওপি এলাকা দিয়ে ভারতে শামসুজ্জামান নামের এক ব্যক্তিকে পাচারের সময় তাকেসহ দালাল জসিম উদ্দীন ও বিলাল হোসেনকে আটক করা হয়।

অপরদিকে, কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় মৌসুমী খাতুন (৩৪) ও মামুন হোসেন (৩৩) নামের দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায়  সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version