সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১২ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার ভোর পাঁচটার দিকে সদরের আলিপুর গাংনীয়া ব্রিজ এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ থানার জাফরপুর গ্রামের অজিহার রহমান গাজী অভি (৪২) ও সদরের আলিপুর গাংনীয়া এলাকার সাইদুল্লাহ হোসেন কারিকর (২৮)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে গাংনীয়া ব্রিজের পশ্চিম পাশে নুর ইসলাম টি-স্টলের সামনে থেকে ওই দুই চিহ্নিত মাদক চোরাকারবারিকে ১১২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version