বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে ঘের থেকে মাছ লুটের অভিযোগে সাবেক সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীসহ পাঁচজনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। মোহনপুর গ্রামের মনিরুজ্জামান মামলাটি করেছেন।

মামলার অপর আসামিরা হলেন উপজেলার কাজিয়াড়া গ্রামের আব্দুল হালিম, খলিলুর রহমান, ফসিয়ার রহমান ও ফারুখ হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মণিরামপুর থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।

মনিরুজ্জামান মামলায় উল্লেখ করেছেন, তিনিসহ কাজিয়াড়া গ্রামের রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম ২০১৭ সাল থেকে পেড়োলী বিলে ১৮ বিঘার একটি ঘের নির্মাণ করে সেখানে মৎস্য চাষ করে আসছেন।

আসামিদের সাথে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে গত ২ সেপ্টেম্বর সকালে আসামিরা তাদের ঘেরে জাল ফেলে মাছ লুট করতে থাকেন।

তখন মনিরুজ্জামানসহ রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম তাদের বাধা দেন। এ সময় আসামি এস এম ইয়াকুব আলীর হুকুমে অন্য আসামিরা তাদেরকে মারধর করেন এবং প্রায় ১২ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান।

কিন্তু প্রতিবাদ কিংবা মামলা করার সাহস সেসময় তারা পাননি। পরিস্থিতি অনুকুলে আসায় তিনি আদালতে এ মামলা করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version