মণিরামপুর সংবাদদাতা
যশোরের মনিরামপুরে কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা দিবস উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে পৌরশহরের বাঁধাঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারি সংগঠন সমাধানের ব্যবস্থাপনায় ও পল্লী কর্মসহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)র সহযোগিতায় উপজেলা দিবস উদযাপিত হয়।

কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা, স্বাস্থ্য ও পুষ্টি মেলার আয়োজন এবং চার গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন সাংবাদিকতায় অনবদ্য ভূমিকা রাখায় প্রেসক্লাব সভাপতি লোকসমাজের স্টাফ রিপোর্টার ও সমকাল প্রতিনিধি এস এম মজনুর রহমান, ক্রীড়া ক্ষেত্রে হুমায়ূন কবির, সাংস্কৃতিতে এসএম হাফিজুর রহমান ও সমাজসেবায় হাফেজ আ. রশিদকে সম্মননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাধান এর পরিচালক (সার্বিক) শাহীনুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল। সমাধানের প্রশিক্ষণ সমন্বয়কারী মুনছুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী জমিরুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাধানের প্রোগ্রাম অফিসার মঈনুল ইসলাম। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share.
Exit mobile version