বাগআঁচড়া সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের শার্শা উপজেলা শাখার আহবায়ক রাকিবুল হাসান রিপনের আহবায়ক পদ স্থগিতদেশ প্রত্যাহার হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগআঁচড়া বাজারে বের হওয়া মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুবদল নেতা শাহিন আক্তার, হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুজ্জামান আশিক, মুন্না, টুটুল, রাজু প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সেচ্ছাসেবক দলের শার্শা উপজেলা শাখার আহবায়ক রাকিবুল হাসান রিপনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার আহবায়ক পদ স্থগিত করেন যশোর জেলা সেচ্ছাসেবক দল। এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১২ ফেব্রুয়ারি রাতে রাকিবুল হাসান রিপনের আহবায়ক পদ স্থগিতদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয় বলে জানিয়েছেন, যশোর জেলা সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুজন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version