ইংরেজরা যখন আমাদের অর্থনৈতিকভাবে, শিক্ষা ও ধর্মীয়ভাবে দাবিয়ে রাখেন ঠিক তখন মুনসী মহম্মদ মেহেরউল্লাহ মুসলিম জাতিকে এগিয়ে নিতে কাজ শুরু করেন।
কর্মবীর মুনসী মহম্মদ মেহেরউল্লাহ খ্রিস্টান মিশনারীদের হাত থেকে মুসলমানদের রক্ষা করার জন্য তিনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন।
মুনসী মহম্মদ মেহেরউল্লাহর ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপি অনুষ্ঠানমালার প্রথম দিনে চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মুনসী মহম্মদ মেহেরউল্লাহ ফাউণ্ডেশন প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় আলোচকবৃন্দ এ কথা বলেন।
অনুষ্ঠানে কলাম লেখক ও উন্নয়ন কর্মী অধ্যাপক মসিউল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লেখক, গবেষক, সাংবাদিক নাসির হেলাল।
বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। আলোচনা করেন, উপশহর ডিগ্রি কলেজের অধ্যাপক মুনীর আখতার, প্রাচ্যসংঘের সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইট, আব্দুল গফুর একাডেমির অধ্যক্ষ অধ্যাপক জিল্লুল বারী, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দিন
